এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ প্ৰশ্ন চিহ্নের মুখে

এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ প্ৰশ্ন চিহ্নের মুখে
Published on

গুয়াহাটিঃ এনআরসি নবায়নের কাজ পূর্ণোদ্যমে চলছে। সুপ্ৰিম কোর্টের নির্দেশ অনু্যায়ী ৩০ জুন চূড়ান্ত খসড়া প্ৰকাশ হওয়ার কথা। তবে বরাক উপত্যকায় বন্যার জন্য এনআরসির কাজকর্মে বিঘ্ন ঘটে। ৩০ জুন চূড়ান্ত খসড়া প্ৰকাশ করা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে প্ৰশ্ন দেখা দিয়েছে। বরাকের ৯০টি এনআরসি সেবাকেন্দ্ৰে জল ঢুকছে। কয়েকটি সেবাকেন্দ্ৰ অন্যত্ৰ স্থানান্তর করা হয়েছে। এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা বলেন,হাতে থাকা এই কটা দিন আমাদের জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ। হাজেলা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। তবে বন্যার কথা সুপ্ৰিম কোর্টকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com