ডিমাপুরঃ নাগাল্যান্ডের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এসসি জমির ন্যাশনাল সোসিয়েলিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ইশাক মুইভা গোষ্ঠীর(এনএসসিএনআইএম)সঙ্গে কেন্দ্ৰের স্বাক্ষরিত নাগা ফ্ৰেমওয়র্ক চুক্তির মূল বিষয়বস্তু খোলসা করতে মোদি নেতৃত্বাধীন সরকারের কাছে আর্জি জানিয়েছেন। উল্লেখ্য,২০১৫ সালের ৩ আগস্ট কেন্দ্ৰীয় সরকার ও এনএসসিএন(আইএম)এম মধ্যে ফ্ৰেমওয়র্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু কোনও পক্ষই চুক্তির বিষয়বস্তু আজ অবধি খোলসা করেনি। সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি ১৯৯৭ সাল থেকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে।
‘আশা করা হচ্ছে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা সম্ভবত নাগাদের স্বার্থ রক্ষা করবে’-বলেন নাগা রাজনীতির পোড়খাওয়া নেতা জামির। আর সময় নষ্ট না করে নাগা সন্ত্ৰাসী সমস্যার একটা চটজলদি ও সম্মানজনক সমাধানে কেন্দ্ৰ পদক্ষেপ নেবে বলে আশা প্ৰকাশ করে জামির বিভিন্ন নাগা উপজাতি জনগোষ্ঠীকে একজোট হয়ে ‘সমসাময়িক রাজনৈতিক বাস্তবতাকে’ স্বীকৃতি জানাতে আহ্বান জানান। রাজ্যে একটা নতুন রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্ৰকাশ করে তিনি বলেন,নাগাল্যান্ডের মানুষ রাজ্যের অর্থনৈতিক বিকাশে আবার সংঘবদ্ধভাবে এগোবেন এবং একটা প্ৰগতিশীল প্ৰশাসন ব্যবস্থা গড়ে তুলবেন যাতে রাজ্যে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পাল্লা দিতে পারে।