এনপিপি এখনও এনডিএ-র শরিকঃ কনরাড সাংমা

নয়াদিল্লিঃ ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্স(এনডিএ)জোট থেকে বেরিয়ে আসার অভিপ্ৰায়ের কথা একপাশে ঠেলে রেখে মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা বুধবার বলেছেন,তাঁর দল এনপিপি এখনও এনডিএ-র শরিক। ‘হ্যাঁ,আমরা এখনও এনডিএ-র সঙ্গেই রয়েছি এবং জোট থেকে বেরিয়ে আসার প্ৰশ্নই ওঠে না’-বলেন সাংমা।
বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিল উত্থাপন না করেই বুধবার রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা ঘোষণার পরই সাংমা নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। অথচ গত সোমবার সাংমা এক মোক্ষম চাল দিয়ে এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে সরকার যদি নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় তোলে তাহলে তাঁর দল এনপিপি এনডিএ জোট থেকে বেরিয়ে আসবে।
উল্লেখযোগ্য যে সাংমার ওই ঘোষণা এনডিএকে সন্ত্ৰস্ত করে তোলে। কারণ কিছুদিন আগেই রাজ্য রাজনীতিতেও অসম গণ পরিষদ দল(অগপ)বিজেপি জোট সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল নাগরিকত্ব বিলের বিরোধিতা করে। বিলের বিরুদ্ধে সাংমার এই অবস্থানের প্ৰশংসা করেছে বিভিন্ন রাজনৈতিক দল,ছাত্ৰ সহ জন সংগঠনগুলি।