Begin typing your search above and press return to search.
এপিএসসি কেলেংকারিঃ কোর্টকে প্ৰভাবিত করার অভিযোগেই আইনজীবী,ব্যবসায়ী গ্ৰেপ্তার

গুয়াহাটিঃ ঘুষ দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারি এক নয়া মোড় নিয়েছে একজন আইনজীবী ও একজন ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করার পর। ধৃত আইনজীবী শৈলেন্দ্ৰকুমার শর্মা বরুয়া ও ব্যবসায়ী সুরজিৎ চৌধুরী এখন পুলিশ হেফাজতে। কেলেংকারিতে ইতিপূর্বে ধৃত অভিযুক্তদের অবৈধভাবে জামিন পাইয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে বিচার বিভাগকে প্ৰভাবিত করার চেষ্টার অভিযোগে রবিবার এই দুজনকে গ্ৰেপ্তার করা হয়। ডিব্ৰুগড় পুলিশ এব্যাপারে ইতিমধ্যেই প্ৰয়োজনীয় কৌশলগত ও অন্যান্য সাক্ষ্যসাবুদ সংগ্ৰহ করেছে। ধৃত অন্যান্যদের জামিনের জন্য শর্মা মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। তদন্তকারীদের মতে,এপিএস আধিকারিক কবিতা দাসকে অসাধু উপায়ে চাকরি বাগানোর অভিযোগে গ্ৰেপ্তার করা হয়েছে।
Next Story