
গুয়াহাটিঃ অসম লোকসেবা আয়োগ(এপিএসসি)কেলেংকারিতে টাকা দিয়ে চাকরি কেনায় অভিযুক্ত আরও চারজন আধিকারিককে বুধবার জামিন মঞ্জুর করেছে গৌহাটি হাইকোর্ট। এই নিয়ে কেলেংকারিতে জামিন প্ৰাপ্ত আধিকারিকের সংখ্যা ২১ জনে দাঁড়ালো। বুধবার যে চারজন আধিকারিকের জামিন মঞ্জুর করা হয়েছে তারা হলেন হেমন্ত হিল্লোল শইকিয়া,জ্যোতির্ময় অধিকারী,যতীন্দ্ৰপ্ৰসাদ বরুয়া এবং দেবজিৎ বরা।