এপিএসসিতে ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্ৰেপ্তার হওয়া ১৯ জন এপিএস-এসিএস আধিকারিককে বিশেষ বিচারপতির আদালত বৃহস্পতিবার ১১ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মহানগরীর কাহিলিপাড়ায় পুলিশের স্পেশাল ব্ৰাঞ্চে বুধবার হস্তাক্ষর সংগ্ৰহের পর এই আধিকারিকদের গ্ৰেপ্তার করা হয়। পুলিশ অবশ্য এঁদের জেরার জন্য ১৪ দিন হেফাজতে চেয়েছিল। ওদিকে বিজেপি সাংসদ আর পি শর্মার তনয়া পল্লবী শর্মা সহ যে সাত জন এপিএস-এসিএস ও সহযোগী সেবার আধিকারিক জামিনের আবেদন করেছিলেন কোর্ট তা খারিজ করে দিয়েছে। এই ইস্যুতে আগামি ৩০ জুলাই শুনানি হবে।