এপিএসসি কেলেংকারিঃ পল্লবী শর্মাকে ১৫ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

এপিএসসি কেলেংকারিঃ পল্লবী শর্মাকে ১৫ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

গুয়াহাটিঃ টাকা দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারির অন্যতম অভিযুক্ত এপিএস আধিকারিক পল্লবী শর্মার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল গৌহাটি হাইকোর্ট। অসুস্থ বাবা সাংসদ আর পি শর্মার দেখভালের জন্য কোর্ট তাঁকে ১৫ দিনের জন্য সাময়িক জামিন মঞ্জুর করে। সরকারি কৌঁসুলি বিজন মহাজন এপিএসসি কেলেংকারি সম্পর্কিত তিনটি মামলা থেকে নিজেকে প্ৰত্যাহার করে নেওয়ায় মামলাগুলি একটা ধাক্কা খেলো।

গৌহাটি হাইকোর্টের বিচারপতি মির আলফাজ আলির বেঞ্চ বুধবার অভিযুক্ত এপিএস আধিকারিক পল্লবীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কিছু শর্তের ভিত্তিতে। এইকদিন পল্লবী তাঁর অসুস্থ বাবাকে দেখাশোনা করতে পারবেন,অন্য কোনও কাজ বা কোথাও যেতে পারবেন না। একজন মহিলা পুলিশ তাঁকে নজরে রাখবে। জামিনের মেয়াদ শেষ হলে পল্লবীকে আদালতে আত্মসমর্পণ করতে হবে ইত্যাদি।

এপিএসসি কেলেংকারিতে অভিযুক্ত ৬ এপিএস আধিকারিকে সম্প্ৰতি চাকরি থেকে ছাঁটাই করেছে দিশপুর। এদিকে এপিএসসি মামলা চালাতে মহাজনের স্থানে প্ৰীতম বরুয়াকে সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com