এপিএসসি কেলেংকারিঃ রাকেশ,দোলেকে মুখোমুখি জেরা পুলিশের

এপিএসসি কেলেংকারিঃ রাকেশ,দোলেকে মুখোমুখি জেরা পুলিশের
Published on

গুয়াহাটিঃ টাকা দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারির মূল অভিযুক্ত প্ৰাক্তন চেয়ারম্যান রাকেশ পাল ও বসন্ত দোলেকে বুধবার গুয়াহাটি সেন্ট্ৰাল জেলে মুখোমুখি বসিয়ে জেরা করল ভাঙাগড় পুলিশ। ২০১৫ সালে এপিএসসি-র পরিচালিত কৃষি উন্নয়ন অফিসার নিয়োগের বাছাইয়ে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে দুজনকেই জেরা করে পুলিশ। তবে অভিযুক্তরা যে বিবৃতি দিয়েছেন তা পরস্পরবিরোধী বলে পুলিশ সূত্ৰ জানিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com