গুয়াহাটিঃ টাকা দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারির মূল অভিযুক্ত প্ৰাক্তন চেয়ারম্যান রাকেশ পাল ও বসন্ত দোলেকে বুধবার গুয়াহাটি সেন্ট্ৰাল জেলে মুখোমুখি বসিয়ে জেরা করল ভাঙাগড় পুলিশ। ২০১৫ সালে এপিএসসি-র পরিচালিত কৃষি উন্নয়ন অফিসার নিয়োগের বাছাইয়ে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে দুজনকেই জেরা করে পুলিশ। তবে অভিযুক্তরা যে বিবৃতি দিয়েছেন তা পরস্পরবিরোধী বলে পুলিশ সূত্ৰ জানিয়েছে।
Begin typing your search above and press return to search.