এপিএসসি কেলেংকারি,আরও সাক্ষ্যপ্ৰমাণ সংগ্ৰহ করছে পুলিশ

এপিএসসি কেলেংকারি,আরও সাক্ষ্যপ্ৰমাণ সংগ্ৰহ করছে পুলিশ
Published on

গুয়াহাটিঃ ঘুষ দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারি মামলার বিচারের সময় এসে গেছে। মামলার সমাধানে ডিব্ৰুগড় পুলিশ আরও সাক্ষ্যপ্ৰমাণ সংগ্ৰহ করছে। জুনে আরও কিছু অফিসার জালে পড়তে পারেন। তদন্তকারীরা ২০১৫-২০১৬ ব্যাচের ২০০০ উত্তরপত্ৰ বাজেয়াপ্ত করেছেন। ৬০০ উত্তরপত্ৰের এফএসএল রিপোর্ট আসা বাকি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com