গুয়াহাটিঃ ঘুষ দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারি মামলার বিচারের সময় এসে গেছে। মামলার সমাধানে ডিব্ৰুগড় পুলিশ আরও সাক্ষ্যপ্ৰমাণ সংগ্ৰহ করছে। জুনে আরও কিছু অফিসার জালে পড়তে পারেন। তদন্তকারীরা ২০১৫-২০১৬ ব্যাচের ২০০০ উত্তরপত্ৰ বাজেয়াপ্ত করেছেন। ৬০০ উত্তরপত্ৰের এফএসএল রিপোর্ট আসা বাকি।
Begin typing your search above and press return to search.