এপিএসসি কেলেংকারির তদন্তে নয়া মোড়

গুয়াহাটিঃ ঘুষ দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারি এক নয়া মোড় নিতে চলেছে। এপিএসসি কেলেংকারির তদন্তে নিয়োজিত অফিসাররা জানতে পেয়েছেন যে কিছু অভিযুক্ত আধিকারিককে জামিন পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বিচার বিভাগীয় কর্মকর্তার পত্নীর হাতে এক কোটি টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। সূত্ৰটির মতে,ডিব্ৰুগড়ের এএসপি সুরজিৎ সিং পানেসর এই কেলেংকারির তদন্ত করছেন। তিনি বলেন,ঘটনার তদন্ত করতে গিয়ে এই বিষয়টি জানা গেছে। তবে তদন্তকারী অফিসার কোথাও বিচার বিভাগীয় কর্মকর্তা কিংবা তাঁর স্ত্ৰীর নাম উল্লেখ করেননি।
ওদালগুড়িতে বিচার বিভাগীয় আধিকারিকের পত্নীর হাতে যে ওই এক কোটি টাকা দেওয়া হয়েছিল সেটা একেবারেই স্পষ্ট বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্ৰক্ৰিয়ার ব্যাঘাত সৃষ্টি করতেই কেউ এমন চাল চেলেছে। তবে এব্যাপারে অভিযুক্ত সুরজিত চৌধুরী ও আইনজীবী শৈলেন্দ্ৰকুমার শর্মা বরুয়ার মধ্যে অন্যান্য অভিযুক্তদের জামিনের পথ প্ৰশস্ত করতে বিচার বিভাগীয় আধিকারিককে কোটি টাকা ঘুষ দেওয়া নিয়ে টেলিফোনে যে কথাবার্তা হয়েছে সেই ভয়েজ সেম্পল পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ‘ওই ভয়েজ সেম্পলে এটা পরিষ্কার যে সুরজিত চৌধুরী আইনজীবী শর্মা বরুয়ার হাতে এককোটি টাকা দিয়েছিল বিচার বিভাগীয় আধিকারিককে হস্তান্তর করার জন্য। এবং তাদের কথোপকথন অনু্যায়ী ওই টাকা ওদালগুড়িতে একজন বিচারবিভাগীয় আধিকারিকের পত্নীর হাতে তুলে দেওয়া হয়েছিল’- দাবি করা হয় রিপোর্টে।