
গুয়াহাটিঃ বহু প্ৰতীক্ষিত অসম লোকসেবা আয়োগের(এপিএসসি)পরিচালিত মর্যাদাপূর্ণ পদস্থ আধিকারিক পরীক্ষার ফলাফল অবশেষে শুক্ৰবার ঘোষণা করা হলো। ৯৫টি(জুনিয়র গ্ৰেড)এসিএস পদ পূরণের লক্ষ্যেই এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এপিএস-এর জন্য নির্বাচিত প্ৰার্থী সহ ৬০ জন প্ৰার্থীকে অসম ভূমি এবং রাজস্ব সেবার জন্য বাছাই করা হয়েছে।
ফলাফল ঘোষণার প্ৰেক্ষিতে এপিএস(জুনিয়র গ্ৰেড)-এর জন্য তিনজন প্ৰার্থী নির্বাচিত হয়েছেন,তিনজন শ্ৰম আধিকারিক,দুজনকে কর বিভাগের সুপার,পাঁচজনকে কো-অপারেটিভ সোসাইটির রেজিস্ট্ৰার হিসেবে,ছয়জনকে শ্ৰম পরিদর্শক,আটজনকে কর বিভাগের পরিদর্শক,১২ জনকে আবগারি আধিকারিক এবং দশজনকে সহকারী নিয়োগ আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে।
অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় শীর্ষ স্থান পেয়েছেন মারিয়া তানিম। দ্বিতীয় স্থানে রয়েছেন মুনমি শইকিয়া এবং নির্মলজ্যোতি শর্মা পেয়েছে্ন তৃতীয় স্থান। অনন্য লহকর এবং মাসুম ইয়ুসুফ আহমেদ ক্ৰমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন।
অন্যদিকে অসম ভূমি এবং রাজস্ব সেবায় ৬০ জন প্ৰার্থীর মধ্যে বরেণ্য বরঠাকুর শীর্ষ স্থান পেয়েছেন।