
গুয়াহাটিঃ অসম লোকসেবা আয়োগ(এপিএসসি)ফের পরীক্ষা করবে ২০১৮ তে অনুষ্ঠিত কোম্বাইন্ড কম্পিটেটিভ এক্সামিনেশন(সিসিই)প্ৰাথমিক পর্যায়ের উত্তরপত্ৰগুলি। এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল চলতি বছরের ১৩ মার্চ।
এপিএসসি এব্যাপারে নিজেদের ভুল স্বীকার করে বলেছে যে ২২ জন অধ্যাপক ২২টি বিষয়ের ভুল প্ৰশ্নপত্ৰ প্ৰস্তুত করেছিলেন। সিসিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মোট ৩,৩৬১ জন পরীক্ষার্থী। ফলাফল ঘোষণা করার পূর্বে উত্তরপত্ৰ প্ৰকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন এবং সেইসঙ্গে প্ৰতিটি বিষয়ে প্ৰত্যেক পরীক্ষার্থীর মতামত নিয়ে পরীক্ষা করার জন্য বেশি সময়ের প্ৰয়োজন হয়েছিল। এরজন্য ফলাফল ঘোষণা করতে ও প্ৰারম্ভিক পরীক্ষা আয়োজন করতে দেরি হয়ে যায়। এই মত প্ৰকাশ করেছেন এপিএসসির ভারপ্ৰাপ্ত অধ্যক্ষ দীপক কুমার শর্মা।
একইসঙ্গে শর্মা বলেন,প্ৰাথমিক পর্যায়ের পরীক্ষার জন্য ৬০,২৪৭টি আবেদন পাওয়া গিয়েছিল। ফলাফল ঘোষণার পরই অসঙ্গতিগুলি প্ৰকাশ্যে আসে বলে তিনি উল্লেখ করেন। সাধারণ বিজ্ঞানের ৩টি প্ৰশ্ন ভুলভাবে প্ৰকাশ করা হয়েছিল। তেমনি কৃষি বিজ্ঞানে ৩টি এবং বাকি ২২টি বিষয়ে ভুল প্ৰশ্ন প্ৰকাশ করা হয়েছিল।