Begin typing your search above and press return to search.

এমাসেই অসমে আসছেন প্ৰধানমন্ত্ৰীঃ শর্মা

এমাসেই অসমে আসছেন প্ৰধানমন্ত্ৰীঃ শর্মা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Feb 2019 11:33 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এমাসেই অসমে আসছেন। গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে সংযোগ স্থাপনে ব্ৰহ্মপুত্ৰের উপর একটি সেতুর শিলান্যাস এবং আমিনগাঁওয়ে এইমস-এর ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তাঁর এখানে আসার কথা রয়েছে।

শুক্ৰবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শর্মা বলেন,‘গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে ব্ৰহ্মপুত্ৰের উপর সেতু নির্মাণে আনুমানিক ২০০০কোটি টাকা ব্যয় হবে। সেতু নির্মাণে রাজ্য সরকার এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে তহবিল বরাদ্দ করবে। খরচের ২০ শতাংশ রাজ্য সরকার বহন করবে। সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে’।

এদিকে প্ৰধানমন্ত্ৰী আগামি ৮ ও ৯ ফেব্ৰুয়ারি উত্তর পূর্বাঞ্চল সফর করবেন। তবে এই সফরকালে প্ৰধানমন্ত্ৰী গুয়াহাটির দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সেতুর শিলান্যাস ও এইমস-এর অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে আছে। মরিগাঁওয়ে এমাসে শ্ৰীমন্ত শঙ্করদেব সংঘের অধিবেশনে প্ৰধানমন্ত্ৰী উপস্থিত থাকছেন কিনা সেব্যাপারে প্ৰশ্ন করা হলে শর্মা বলেন,সংঘের তরফ থেকে প্ৰধানমন্ত্ৰীকে আমন্ত্ৰণ জানানো হয়েছে। তবে এব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আগামি ৯ ফেব্ৰুয়ারি মরিগাঁওয়ে সংঘের প্ৰকাশ্য অধিবেশনে উপস্থিত থাকার জন্য প্ৰধানমন্ত্ৰীকে আমন্ত্ৰণ জানানো হয়েছে। এরজন্য মরিগাঁওয়ে হ্যালিপেড নির্মাণের কাজ চলছে জোরকদমে।

Next Story
সংবাদ শিরোনাম