Begin typing your search above and press return to search.

এলপিজি-র বিকল্প হিসেবে মিথানল ব্যবহারে পাইলট প্ৰকল্প শুরু করছে এপিএল

এলপিজি-র বিকল্প হিসেবে মিথানল ব্যবহারে পাইলট প্ৰকল্প শুরু করছে এপিএল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Sep 2018 9:59 AM GMT

গুয়াহাটিঃ আসাম পেট্ৰোক্যামিকেলস লিমিটেড(এপিএল)রন্ধন গ্যাসের বিকল্প হিসেবে মিথানলের ব্যবহার নিয়ে আগামি ৫ অক্টোবর থেকে একটি পাইলট প্ৰকল্প শুরু করছে। এপিএল-এর চেয়ারম্যান জগদীশ ভুঁইয়া শুক্ৰবার এখানে সাংবাদিকদের বলেন,‘মিথানল অথবা মিথাইল অ্যালকোহল লিকুইফায়েড পেট্ৰোলিয়াম গ্যাসের(এলপিজি)একটি বিকল্প,যা রান্নার খরচ কমাতে সাহায্য করবে। আমরা ৫ অক্টোবর এপিএল টাউনশিপে এই প্ৰকল্প চালু করছি। যদি এই প্ৰকল্প সফল হয় তাহলে আমরা বাণিজ্যিকভাবে এটা চালু করবো’-বলেন ভুঁইয়া। ‘মিথালন হচ্ছে একটা সবুজ ও স্বচ্ছ জ্বালানি যা নিরাপদ। এলপিজির তুলনায় এটা ৩০ শতাংশ সস্তা’-উল্লেখ করেন তিনি।

এপিএল হচ্ছে অসম সরকারের নিয়ন্ত্ৰিত লাভজনক রাষ্ট্ৰায়ত্ত প্ৰতিষ্ঠানের মধ্যে একটি। ১৯৭১ সালে নামরূপে দৈনিক ২১ টন মিথানল উৎপাদন ক্ষমতা নিয়ে এপিএল স্থাপন করা হয়েছিল। কোম্পানি এখন পর্যন্ত উৎপাদনের দৈনিক ক্ষমতা ১০০ টনে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ভুঁইয়া বলেন,নিতি আয়োগ সব রাজ্যকে মিথানল ইকোনমি বৃদ্ধি করতে বলেছে। ‘আমরা যদি বাণিজ্যিকভাবে মিথানলের উৎপাদন শুরু করি তাহলে তা বিতরণের জন্য সুইডেন থেকে আমাদের প্ৰযুক্তি আমদানি করতে হবে’-বলেন তিনি। এপিএল-এর ম্যানেজিং ডিরেক্টর রাতুল মহন্ত বলেন,চিন,ইরান এবং অন্যান্য কিছু দেশ দীর্ঘদিন থেকে বাস ও ট্ৰেন ইত্যাদি চালাতে মিথানল ব্যবহার করছে। তিনি বলেন,আগামি বছর সেপ্টেম্বর থেকে এপ্ৰিলের মধ্যে কোম্পানি দৈনিক ৬০০ টন মিথানল উৎপাদন করতে পারে।

Next Story
সংবাদ শিরোনাম