এলিট ম্যানস ন্যাশনাল বক্সিঙে ব্ৰোঞ্জ জিতলো নাগাল্যান্ড

এলিট ম্যানস ন্যাশনাল বক্সিঙে ব্ৰোঞ্জ জিতলো নাগাল্যান্ড
Published on

কোহিমাঃ সদ্য সমাপ্ত তৃতীয় এলিট ম্যানস ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে নাগাল্যান্ড বক্সিং টিম ব্ৰোঞ্জ জিতে রাজ্যের জন্য গৌরব কুড়িয়ে এনেছে।পুনের আর্মি স্পোর্টস ইন্সটিটিউটে গত ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।

নাগাল্যান্ড চ্যাম্পিয়নশিপে দশটি ক্যাটেগরিতে অংশ গ্ৰহণ করে। ৪৯ কেজি ওয়েট ক্যাটেগরিতে গোবিন্দ কুমার ব্ৰোঞ্জ জেতেন। কোচ হিসেবে নাগাল্যান্ড দলের নেতৃত্ব দেন বেনডাংমোয়া,রালাভিও এবং প্ৰদীপ সুনার।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com