এশিয়াডে পদক জয়ীদের অভিনন্দন জানালেন প্ৰধানমন্ত্ৰী

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সদ্য সমাপ্ত অষ্টাদশ এশিয়ান গেমসে পদক জয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বুধবার কথাবার্তা বলেন। পদকজয়ী খেলোয়াড়রা গতকাল দিল্লিতে প্ৰধানমন্ত্ৰীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এশিয়াডে পদক জয়ীদের অভিনন্দন জানান মোদি। খেলোয়াড়দের অসামান্য পারফরম্যান্সের জন্যই ভারত এবার পদক তালিকার অনেক উপরে উঠে এসেছে। প্ৰধানমন্ত্ৰীর কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
মোদি পদক জয়ীদের বলেন,তাঁদের উন্নত পারফরম্যান্সের জন্যই ভারত আজ গর্ববোধ করছে,ভারতের মান ঊর্ধ্বে উঠেছে। প্ৰধানমন্ত্ৰী আশা করেন পদক জয়ের সুনামে খেলোয়াড়রা যেন পথভ্ৰষ্ট না হন। কারণ ভবিষ্যতেও তাঁদের অনুরূপ কিংবা আরও সেরাটা উজাড় করে দিতে হবে। আলাপচারিতার সময় প্ৰধানমন্ত্ৰী খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত করার জন্য প্ৰযুক্তি ব্যবহার করার আহ্বান জানান,যাতে তাঁরা বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিতে পারেন।