এশিয়াডে ভারতীয় মহিলা হকি দলের সোনা জয়ের স্বপ্ন ভেস্তে গেল

এশিয়াডে ভারতীয় মহিলা হকি দলের সোনা জয়ের স্বপ্ন ভেস্তে গেল
Published on

জাকার্তাঃ অষ্টাদশ এশিয়ান গেমসে শুক্ৰবার ভারতীয় মহিলা দলের দীর্ঘ ৩৬ বছর পর সোনা জয়ের আশা উবে গেল ফাইনালে জাপানের কাছে ১-২ গোলে হেরে যাওয়ায়। শীর্ষ লড়াইয়ে ভারতীয় মহিলা দলকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। জয়ের দোড়গোড়ায় গিয়ে ভারতীয় মেয়েদের এই হার সত্যিই দুঃখজনক।

ভারত সোনা জিততে পারলে ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করতে পারতো। কিন্তু হারের জন্য টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য ভারতীয় মহিলা হকি দলকে বেগ পেতে হবে। এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ১১ ও ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপ দলের হয়ে গোল করেন মিয়ামি মীমিজু ও মটজুরি কাওয়ামুরা। ম্যাচের ২৫ মিনিটে নেহা গোয়েলের ফিল্ড গোলটি আসে। ১৯৮২-র পর এবার সোনা জয়ের লক্ষ্যে নেমেছিল ভারতের মহিলা হকি দলটি। কিন্তু ম্যাচের শেষ অবধি ভারতের কেউই আরও স্ট্ৰাইক করতে পারেননি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com