
ইন্দোনেশিয়ার জাকার্তায় অষ্টাদশ এশিয়ান গেমসের জেভেলিন থ্ৰোতে ভারতের নীরজ চোপড়া আজ অন্যান্য প্ৰতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সোনা জিতে নেন। এই নিয়ে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ৮-এ। নীরজ ৮৮.০৬ মিটার দূরে জেভেলিন নিক্ষেপ করে সোনা জয় নিশ্চিত করেন। এরআগে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন নীরজ। এশিয়ান গেমসে ভারত এপর্যন্ত ৮টি সোনা,১১টি রুপো ও ব্ৰোঞ্জ সহ ৩৯টি পদক দখল করেছে। দেশবাসী সোনা জয়ের জন্য নীরজকে অভিনন্দন জানিয়েছেন।