
রাহি সারনোবেট প্ৰথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি আজ জাকার্তায় অষ্টাদশ এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ডাবল শ্যুট আউটে। জাকারব্যারিং শ্যুটিং রেঞ্জে ২৭ বছর বয়সী রাহি চমৎকার পারফরম্যান্স করে ডাবল শ্যুট আউটে সোনা জয় নিশ্চিত করেন। সারনোবেট সংগ্ৰহ করেন ৩৪ পয়েন্ট। থাইল্যান্ডের নাপহাসওয়ান ইয়াংপাইবুনও ৩৪ পয়েন্ট সংগ্ৰহ করায় গেম টাই হলেও শেষ হাসি হাসেন সারনোবেট দুই রাউন্ড শ্যুট অফের পর। দক্ষিণ কোরিয়ার মিনজাং কিম ২৯ পয়েন্ট সংগ্ৰহ করে ব্ৰোঞ্জ পদক পান।
সারনোবেটের সোনা জয়ের ফলে চলতি এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ৪-এ। ২০১৪-তে দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অনুষ্ঠিত এশিয়ান গেমসে রাহি সারনোবেট ব্ৰোঞ্জ জিতেছিলেন ২৫এম পিস্তল ইভেন্টে। চলতি এশিয়ান গেমসের শ্যুটিঙে এটা ভারতের দ্বিতীয় সোনা। গতকাল ১০মি এয়ারপিস্তল ইভেন্টে ভারতের হয়ে সোনা জেতেন শচীন চৌধারী। এই ইভেন্টে ব্ৰোঞ্জ পদক পান ভারতের অভিষেক ভার্মা।