এসিএস আধিকারিকের অপ্ৰতুলতায় অসমে উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটছে

গুয়াহাটিঃ আসাম সিভিল সার্ভিস(এসিএস)আধিকারিকের অপ্ৰতুলতার জন্য রাজ্যে প্ৰশাসনিক ও উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছে। এসিএস আধিকারিকের অপ্ৰতুলতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্ৰগতিতে বিরূপ প্ৰভাব ফেলছে। এই শোচনীয় পরিস্থিতি চলবে ২০২০ সাল পর্যন্ত। ওই সময়েই নতুন এসিএস ব্যাচ কাজে যোগ দেবে। এসিএস আধিকারিকের অপ্ৰতুলতার জন্য উন্নয়নমূলক স্কিমগুলি পিছিয়ে রয়েছে। কারণ রাজস্ব সার্কল অফিসার হিসেবে এসিএস আধিকারিকরাই এইসব চলতি প্ৰকল্পের তদারক করে আসছেন।
অন্যদিকে একাংশ এসিএস আধিকারিকের মধ্যে কিছু ক্ষোভও রয়েছে,এদের অধিকাংশ যথাসময়ে পদোন্নতি না পাওয়ায়। কারণ পদোন্নতি হলে আর্থিক দিক থেকেও তারা লাভবান হবেন। রাজ্যে বর্তমানে ১০১০টি অনুমোদিত এসিএস পদ রয়েছে। এরমধ্যে ২৭৪টি পদ ফাঁকা পড়ে আছে। কাজে নিযুক্ত আছেন ৭৩৬ জন। বর্তমানে আসাম পাবলিক সার্ভিস কমিশনে(এপিএসসি)৯৫টি খালি পদ পূরণের জন্য পরীক্ষা নিচ্ছে। ২০১৯-এর ফেব্ৰুয়ারি,মার্চে পরীক্ষায় উত্তীর্ণ প্ৰার্থীদের প্ৰশাসনিক ব্যবস্থায় নিয়োগ করা যাবে। তবে প্ৰার্থীদের পুলিশ ভেরিফিকেশন এবং প্ৰশিক্ষণ সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলি পরিষ্কার করতে হবে। এই সময়ের মধ্যে কাজে থাকা কিছু এসিএস আধিকারিক অবসর নিচ্ছেন। এপিএসসি চলতি বছরের নভেম্বরের মধ্যে খালি থাকা অন্যান্য ১৩৮টি পদ পূরণে প্ৰাথমিক বাছাই প্ৰক্ৰিয়ার কাজ করছে।