
ওদালগুড়ি জেলায় হাতি-মানুষের সংঘাত লেগেই আছে। বৃহস্পতিবার রাতে জেলার ছাগলিঝাড়ে বুনো হাতির আক্ৰমণে নিহত হন একজন ব্যক্তি। মৃতের নাম তপেশ্বর রাভা বলে জানা গিয়েছে।
রাত প্ৰায় ৯টা নাগাদ খাদ্যের খোঁজে বনাঞ্চল থেকে নেমে আসা একপাল হাতি গ্ৰামের ধান খেতে ঢুকে প্ৰচুর ফসল লণ্ডভণ্ড করে। এই দৃশ্য দেখে গ্ৰামের মানুষ হাতি তাড়ানোর চেষ্টা করার সময় কয়েকটি হাতি গ্ৰামবাসীদের দিকে পাল্টা তেড়ে এলে তপেশ্বর রাভা হাতির মুখে পড়ে যান। হাতির আক্ৰমণে রাভা ঘটনাস্থলেই প্ৰাণ হারান। এই ঘটনাই গ্ৰামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার জন্য স্থানীয় মানুষ বন বিভাগের নির্লিপ্ততাকে দায়ী করেছেন।