টংলাঃ ওদালগুড়ির নোনাই ফরেস্ট রেঞ্জ এলাকার উত্তর গরুয়াঝারের সাঁওতাল বস্তিতে বুনো হাতির তাণ্ডবে ছটি পরিবার তাদের ঘরবাড়ি ও ফসল হাসানোর একদিন পর গুইহা বস্তিতে হাতিরা ফের আক্ৰমণ চালায়। ৮০-১০০টি হাতির দল গ্ৰামের ৪টি ঘর গুঁড়িয়ে দেয় শনিবার রাতে।
Begin typing your search above and press return to search.