ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শত রানের রেকর্ড গড়লেন পৃথ্বী শো

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শত রানের রেকর্ড গড়লেন পৃথ্বী শো
Published on

রাজকোটের সৌরাষ্ট্ৰ ক্ৰিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজের প্ৰথম ম্যাচের অভিষেকেই শতরান করে রেকর্ড গড়লেন পৃথ্বী শো। ১৫৪ বলের সামনা করে পৃথ্বী ১৩৪ রানের একটা সুন্দর ইনিংস দলকে উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

মাত্ৰ ১৮ বছর বয়সী মুম্বইয়ের এই ব্যাটসম্যান ক্ৰিকেটের ঈশ্বর শচিন তেণ্ডুলকরের পর সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে টেস্টে শত রান করে রেকর্ড গড়তে সক্ষম হন। ১৯৯০ সালে তেণ্ডুলকর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ বছর বয়সে শতরান করার গৌরব অর্জন করেছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com