
একই দিনে সুখবর এবং দুঃখের খবর এল কংগ্রেসের কাছে। এক দিকে যখন গোবলয়ের তিন রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে আধিপত্য কায়েম করার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস, তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিল মিজোরাম। এর ফলে গোটা উত্তরপূর্ব ভারতই এখন ‘হাত’ছাড়া।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪০ আসনের বিধানসভায় এই মুহূর্তে ২৩টা আসন জিতেছে মিজো জাতীয় ফ্রন্ট।
কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র পাঁচটা। নির্দলরা জিতেছে পাঁচটা আসন। বিজেপিও একটি আসন জিতেছে।দু’টো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুখ্যমন্ত্রী লাল ঠানওয়ালা। দু’টি আসনেই তিনি হেরেছেন। একটি আসনে হেরেছেন মিজো জাতীয় ফ্রন্টের কাছে। অপর আসনে তাঁকে হারিয়েছেন জোরাম পিপল্স ফ্রন্টের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদোহৌমা।উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ধীরে ধীরে কংগ্রেসের হাতছাড়া হচ্ছিল উত্তরপূর্ব ভারত।
এ বছরের শুরুতে মেঘালয় এবং নাগাল্যান্ডে হেরে যায় তারা। বিজেপির সমর্থনে সরকার গড়ে বিভিন্ন আঞ্চলিক দল। তার আগের বছর মণিপুরেও হেরে যায় কংগ্রেস। তারও আগে কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যায় অসম এবং অরুণাচল। ত্রিপুরাতে এমনিতেই বহু বছর ক্ষমতার বাইরে কংগ্রেস। তবে এই ফলাফল নিয়ে এখনও বিজেপির তরফ থেকে কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি।