কংগ্ৰেসে এবার মুখ্যমন্ত্ৰী জোট ছত্তীশড়ে

কংগ্ৰেসে এবার মুখ্যমন্ত্ৰী জোট ছত্তীশড়ে
Published on

মধ্যপ্রদেশ এবং রাজস্থানের জট কেটে গিয়েছে। কিন্তু রাহুল গান্ধীর মাথাব্যথা এখনও কাটল না। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী নিয়ে এ বার জট কাটাতে হবে তাঁকে। তবে সূত্রের খবর, শনিবার বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী পাবে ছত্তীসগঢ়।শনিবার কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

ছত্তীসগঢ়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অম্বিকাপুরের বিধায়ক টিএস সিংহদেও এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেশ বাঘেল। দু’জনেই যথেষ্ট হেভিওয়েট।গত পাঁচ বছর রাজ্যে বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন দেও। বিরোধী দলনেতারা পুনরায় নির্বাচিত হন না, ছত্তীসগঢ়ের এই রীতি এ বার ভেঙে দিয়েছেন দেও।

তবে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে, তাঁর জবাব ছিল, “মুখ্যমন্ত্রীর আসনে বসার মতো একাধিক যোগ্য নেতা রয়েছে দলে।” তবে মসনদ দখল করার পরেই প্রথম কাজ যে কৃষিঋণ মকুব করা হবে, সে কথাও বলে দিয়েছেন তিনি।অন্য দিকে ভুপেশ বাঘেলেরও পাল্লা যথেষ্টই ভারী। মূলত তাঁর নেতৃত্বেই রাজ্যে এ বার কংগ্রেসের উত্থান। এ ছাড়াও বেশ কয়েক বার মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন তিনি।

ছত্তীসগঢ়ের অঞ্চলটি যখন মধ্যপ্রদেশের অন্তর্গত ছিল, তখন দিগ্বিজয় সিংহের ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। সেই সঙ্গে ছত্তীসগঢ় গঠনের পড়ে অজিত যোগী সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। সুতরাং মন্ত্রিত্বের দায়িত্ব সামলানো অভিজ্ঞ বাঘেলকে এড়ানোটাও কংগ্রেসের পক্ষে খুব সহজ হবে না।এখন নজর কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকের ওপরে। সেখানেই এই নাটকের পর্দা সরে যেতে পারে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com