কংগ্ৰেস ও তাদের সহযোগীরা সুরক্ষাবাহিনীর নৈতিক মনোবলকে খাটো করছেঃ প্ৰধানমন্ত্ৰী

পাটনাঃ পাকিস্তানের মাটিতে সন্ত্ৰাসী শিবিরে ভারতীয় বায়ু সেনার বিমান হানার প্ৰমাণ চেয়ে কংগ্ৰেস ও তার সহযোগী দলগুলি প্ৰশ্ন তোলায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার তাঁদের জোর আক্ৰমণ শানান। মোদি বলেন,ওই ইস্যু নিয়ে আলটপকা বিবৃতি দিয়ে কংগ্ৰেস এবং তার সহযোগীরা সুরক্ষা বাহিনীর নৈতিক মনোবলকে খাটো করছে এবং সেইসঙ্গে শত্ৰুদের হাসানোর সু্যোগ করে দিচ্ছে।
‘সন্ত্ৰাসীদের ঘাঁটিতে বিমান হানার ঘটনার প্ৰমাণ চেয়ে সুরক্ষা বাহিনীর নৈতিক মনোবলকে কেন খাটো করা হচ্ছে,কংগ্ৰেস এবং তার সহযোগীদের কাছে তা জানতে চাই’। কেন তারা এমন বিবৃতি দিচ্ছে যা আমাদের শত্ৰু পক্ষকে উপকৃত করবে’। প্ৰধানমন্ত্ৰী এদিন পাটনায় এনডিএ-র সঙ্কল্প সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। বিহারে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মোদি এনডিএ-র প্ৰচার অভিযান আনুষ্ঠানিকভাবে সূচনা করেন।
‘কংগ্ৰেস এবং তার সহযোগীরা এমন কিছু কাজ করছে যা শত্ৰুপক্ষের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। সন্ত্ৰাসের বিরুদ্ধে যখন সব দল একজোট হয়ে আওয়াজ তোলা প্ৰয়োজন ছিল,সেই সময়ে ২১টি দল দিল্লিতে একজোট হয়ে এনডিএ-র বিরুদ্ধে বকে চলেছে। মানুষ কখনোই তাদের ক্ষমা করবে না’-বলেন প্ৰধানমন্ত্ৰী।
এখানকার গান্ধী ময়দানে জমায়েত হওয়া সহস্ৰাধিক মানুষকে স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন,পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ু সেনার সফল বিমান হানা নিয়ে যখন সারা দেশের মানুষ আনন্দে ভাসছেন,সেই সময়ে আমাদের নিজেদেরই মুষ্টিমেয় কিছু লোক বায়ু সেনার অভি্যানের সাফল্যে সন্দেহ পোষণ করছেন’।