
শিখ বিরোধী দাঙ্গায় হাত থাকার অপরাধে সোমবারই সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি।কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখে তিনি বলেন, “আমার বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি অবিলম্বে জাতীয় কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।”৭৩ বছরের সজ্জন চার দশক ধরে কংগ্রেসের সদস্য ছিলেন।
কিন্তু শিখ বিরোধী দাঙ্গায় তাঁর ভূমিকা নিয়ে চার্চা শুরু হওয়ার পরেই, তাঁকে দল থেকে বিচ্ছিন্ন করতে শুরু করে কংগ্রেস।১৯৭৭-এ প্রথমবার কোনো নির্বাচনে জেতেন সজ্জন। সে বার দিল্লি পুরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপরে আউটার দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনও জেতেন তিনি। তবে ২০০৯ থেকে তাঁকে আর কোনো টিকিট দেয়নি কংগ্রেস।১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির রাজ নগরে পাঁচ সদস্যের একটি শিখ পরিবারকে খুন এবং একটি গুরুদ্বার তছনছ করার অভিযোগ ছিল সজ্জনের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায়, সোমবার তাঁকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়।