নয়াদিল্লিঃ কংগ্ৰেসের দয়ায় মুখ্যমন্ত্ৰী হয়েছি রাজ্যের সাড়ে ৬ কোটি মানুষের জন্য নয়।কর্নাটকের জেডিএস নেতা এইচডি দেবেগৌড়ার এই মন্তব্য বিভিন্ন মহলে ঝড় তোলে।সোমবার দিল্লিতে তিনি বলেন,কংগ্ৰেস আমাদের সমর্থন দিয়েছে। তাদের নির্দেশেই চলতে হবে। চাষি ঋণ মকুবে সাহায্য চাইতেই তাঁর দিল্লিতে আসা।
Begin typing your search above and press return to search.