কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ একতা সভার নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্ৰার্থী নবজিৎ দত্ত এবং অন্য একজন ছাত্ৰ ত্ৰিনয়ন বরুয়াকে মহানগরীর জাপরিগোগে তিন জনের একটি দুষ্কৃতী দল আক্ৰমণ করে। দুষ্কৃতীর আক্ৰমণে উভয়েই গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসা চলছে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে। ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰের ওপর এধরনের ঘটনার কঠোর নিন্দা করছেন জনগণ।
Begin typing your search above and press return to search.