করিমগঞ্জে জয় পেলেন বিজেপির কৃপানাথ মাল্লা

করিমগঞ্জে জয় পেলেন বিজেপির কৃপানাথ মাল্লা
Published on

করিমগঞ্জ কেন্দ্ৰে এআইইউডিএফ প্ৰার্থী রাধেশ্যাম বিশ্বাস ভোট গণনার শুরুতে এগোলেও সেই অগ্ৰগতি ধরে রাখতে পারেননি। বিজেপির কৃপানাথ মাল্লা পরের দিকে ৪,৭৩,০৪৬টি ভোট পেয়ে এগিয়ে যান জয়ের লক্ষ্যে। রাধেশ্যাম ভোট পান ৪,৩৪,৬৫৭টি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com