করিমগঞ্জে ট্ৰেন থেকে ১৪ কোটি টাকার মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত

করিমগঞ্জে ট্ৰেন থেকে ১৪ কোটি টাকার মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত
Published on

গুয়াহাটিঃ করিমগঞ্জ জিআরপি ওপি সোমবার করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্ৰেন থেকে ২,৮০,০০০ ডব্লিউ ওয়াই(ওয়র্ল্ড ইয়রস)ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ১,৪০০টি প্যাকেটে এই ভয়ঙ্কর মাদকগুলি ছিল।

মাদকগুলি রাখা হয়েছিল দুটো ব্যাগে। কিন্তু জিআরপি কর্মীরা মাদকগুলির মালিক বা কারা এগুলো নিয়ে যাচ্ছিল তাদের ধরতে পারেনি। পুলিশ প্ৰত্যক্ষ দর্শীদের উপস্থিতিতেই এই মাদকগুলি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত মাদকগুলির বাজার দর প্ৰায় ১৪ কোটি টাকা। কালো বাজারে একটা ট্যাবলেটের মূল্য ৫০০ টাকা। এই সব মাদক পাচারকারীদের কোনও হদিশ এখনও জানতে পারেনি পুলিশ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com