
করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত ঘটেছে এক প্ৰাণঘাতি গোলাগুলির ঘটনা। সীমা সুরক্ষা বাহিনীর একজন জওয়ান অন্য একজন জওয়ানকে গুলি করে হত্যা করে। অন্য এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোলাগুলির ঘটনায় নিহত অশোক কুমার এবং আহত অভিজিত রঞ্জন পাল করিমগঞ্জের ৭ নম্বর ব্যাটেলিয়নের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। হত্যাকারী জওয়ান শিব যোগী পাণ্ডে হত্যাকাণ্ড সেরে আগ্নেয়াস্ত্ৰ নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অভিজিতকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘাতক জওয়ানের খোঁজে মঙ্গলবার গভীর রাত অবধি তল্লাশি চালায়। পুরো ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে ইতিমধ্যেই।