করুণানিধির প্ৰতি শ্ৰদ্ধা জানাতে সংসদের উভয় সদন মুলতুবি

করুণানিধির প্ৰতি শ্ৰদ্ধা জানাতে সংসদের উভয় সদন মুলতুবি
Published on

ডিএমকে সভাপতি এবং তামিলনাডুর পাঁচবারের মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত এম করুণানিধির প্ৰতি শ্ৰদ্ধা জানাতে আজ সংসদের উচ্চ ও নিম্ন সদন মুলতুবি রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬-১০মিনিটে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন করুণানিধি। সংসদের কোনও সদনের সদস্য ছিলেন না তিনি। তাঁই সেদিক থেকে সংসদের উভয় সদন মুলতুবি রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

লোকসভার অধ্যক্ষ সুমিত্ৰা মহাজন করুণানিধির মৃত্যুর খবর জানিয়ে তাঁকে একজন ‘দূরদৃষ্টিসম্পন্ন’ এবং ‘গণ নেতা’ হিসেবে বর্ণনা করেন। মহাজন তাঁর শিল্পী জীবনের কথাও স্মরণ করেন। প্ৰয়াত ডিএমকে নেতার প্ৰতি শ্ৰদ্ধা জানাতে লোকসভার সদস্যরা এদিন স্বল্প সময় নীরবতা পালন করেন এবং এরপরই সভা মুলতুবি হয়ে যায়।

ওদিকে উচ্চ সদন রাজ্যসভায় চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু শোকবার্তা পাঠকালে কালাইংনার কীভাবে সংগ্ৰামের মধ্য দিয়ে নিজেকে একজন নেতা হিসেবে প্ৰতিষ্ঠিত করেছিলেন তা ব্যাখ্যা করেন। নাইডু বলেন,বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন করুণানিধি। সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে নিজেকে প্ৰতিষ্ঠিত করেছিলেন তিনি। তামিল সিনেমায় দ্ৰাবিড় সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্ৰেও আঁর অবদান ছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com