Begin typing your search above and press return to search.

কর্নাটকে জেডিএস-কংগ্ৰেস জোট মন্ত্ৰিসভা সম্প্ৰসারিত

কর্নাটকে জেডিএস-কংগ্ৰেস জোট মন্ত্ৰিসভা সম্প্ৰসারিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Jun 2018 5:40 PM GMT

বেঙ্গালুরুঃ কর্নাটকের জেডিএস-কংগ্ৰেস জোট সরকার বুধবার সম্প্ৰসারণ করা হলো ২৫ জন বিধায়ককে ক্যাবিনেট মন্ত্ৰী হিসেবে অন্তর্ভুক্ত করে। শরিক জোট থেকে ২৩ জন এবং বিএসপি-র ১ ও ১ নির্দল বিধায়ককে মন্ত্ৰিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। শরিক জোটের ২৩ জনের মধ্যে ৯ জন কংগ্ৰেস ও জেডিএস-এর ৯ জন রয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম