গুয়াহাটিঃ সপ্তম বেতন কমিশনের সুপারিশে অসঙ্গতির জন্য সেগুলি সংশোধনের দাবি উঠেছিল। এরই প্ৰেক্ষিতে গঠিত অ্যানোমেলিজ কমিটির কিছু সুপারিশ সরকার মেনে নেওয়ায় কর্মচারিদের হাউস রেন্ট ও প্ৰাথমিক শিক্ষকদের গ্ৰেডপে জটিলতা মিটল। একথা জানান অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
Begin typing your search above and press return to search.