কলকাতায় বোমা বিস্ফোরণ,নিহত শিশু,আহত বেশ কজন

কলকাতায় বোমা বিস্ফোরণ,নিহত শিশু,আহত বেশ কজন
Published on

উত্তর কলকাতার নাগেরবাজার এলাকায় আজ একটি বহুতল বাড়ির সামনে বোমা বিস্ফোরণে ৮ বছরের একটি শিশু মারা যায়। আহত হন ৪ জন। পুলিশ এখবর জানিয়েছে। পুলিশ জানায়,সকাল ৯ টা নাগাদ কাজিপাড়া এলাকায় ওই বহুতল বাড়ির নিচের তলায় একটি ফলের দোকানের বাইরে বিস্ফোরণটি ঘটে। আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরেনসিক দল ও স্নিফার কুকুরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিস্ফোরণের কারণ তদন্ত করতে। আহতদের অবস্থা সংকটজনক। যে বিল্ডিঙের সামনে বিস্ফোরণ ঘটেছে সেখানে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়ের কার্যালয় রয়েছে। রায় বলেছেন,খুবই পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com