কলকাতায় ৩ কোটি টাকার সোনার বার বাজেয়াপ্ত,ধৃত ১

কলকাতায় ৩ কোটি টাকার সোনার বার বাজেয়াপ্ত,ধৃত ১
Published on

কলকাতাঃ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকা থেকে ৯ কেজিরও বেশি চোরাই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গ্ৰেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধারকৃত সোনার বাজার দর তিন কোটি টাকা।

শিলিগুড়ি রাজস্ব গোয়েন্দা শাখার কর্মকর্তারা মোট ৯,২৯৬ কেজি সোনার বার বাজেয়াপ্ত করে। এগুলো শনিবার মায়ানমার থেকে মণিপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়েছিল। সোনার বার সহ ধৃত ব্যক্তির নাম রাজু আদাস। গুয়াহাটি থেকে ট্ৰেনে করে এই সোনাগুলি কলকাতায় নেওয়া হচ্ছিল। রাজু পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com