
গুয়াহাটিঃ বিশ্বের বিভিন্ন স্থানে যে সময়ে ঘনঘন বিমান দুর্ঘটনা ও দুঃসময় চলছে ঠিক সেই সময়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান আজ অনুরূপ দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। কলকাতা বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের(কিউআর৫৪০)এই বিমানটি আজ শেষরাত ৩-১৫ নাগাদ ডোহার উদ্দেশে আকাশে ওড়ার প্ৰস্তুতি নিচ্ছিল। ওই সময়ে একটি জলের ট্যাংকারের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। এই ঘটনার পর বিমানের আরোহী ও ক্ৰুদের নামিয়ে হোটেলে পাঠানো হয়। বিমানে ১২ জন ক্ৰু,২ জন পাইলট ও ১০১ জন যাত্ৰী ছিলেন। প্ৰাপ্ত খবর অনু্যায়ী ঘটনায় কেউ আহত হননি।
অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেল(ডিজিসিএ)ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্ৰাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে ট্যাংকারের ব্ৰেক ফেল হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। ট্যাংকার চালককে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের পদস্থ আধিকারিক প্ৰীতি তিওয়ারি সংবাদ মাধ্যমকে জানান,‘সব যাত্ৰীদের আজ রাতের পরবর্তী বিমানে গন্তব্যে পাঠানো হবে’।