কলা চাষ করে আশার আলো দেখছে বাকসার কিছু যুবক

গোরেশ্বরঃ বেকারি যে সময়ে রাজ্যে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে সে সময় গোরেশ্বর রাজস্ব সার্কলের দাবৌখিলা গ্ৰামে কিছু শিক্ষিত যুবক কলা চাষে বিপ্লব আনতে সফল হয়েছে। বাকসা জেলার সুকলাই সারফেং বিটিসি কেন্দ্ৰের বেশকিছু শিক্ষিত বেকার যুবক চাকরির আশা ছেড়ে কৃষি কাজে নিজেদের নিয়োজিত করে। কোনওরকম সরকারি সাহায্য ছাড়া তাঁরা একজোট হয়ে কোমর বেঁধে শুরু করে কলার চাষ। কলার চাষ করে ভাল উপার্জন করেছে তারা।
বাকসার দাবৌখিলা গ্ৰামের বিকাশ,টঙ্কেশ্বর,প্ৰাঞ্জল,দীপ,জয়ন্ত,দীপাঙ্কর,অজিত এবং দীপক অন্যান্য যুবকদের সামনে সাফল্যের এক উদাহরণ। তারা মালভোগ কলা চাষ করে তা গুয়াহাটি,হাজো,উত্তর গুয়াহাটি,মঙ্গলদৈ ও রঙিয়ার বাজারে বিক্ৰি করছে। নাওকাটার কাছে কলার একটি ছোট বাজারও গড়ে উঠেছে। গুয়াহাটির বাজারে ৬০ শতাংশ কথা সরবরাহ করে থাকে সুয়াগপুরের যুবকরা। বছর কয়েক আগে দাবৌখিলা গ্ৰামে এর আগে দু-তিনজন কৃষক কলার চাষ করতেন। কিন্তু এই শিক্ষিত যুবকরা কলার ব্যবসায় জড়ানোর পর ওই এলাকার সবাই তাদের ১০-১৫ বিঘা জমিতে শুধু কলার চাষ করছেন। কলা ব্যবসায় মুনাফার দিক লক্ষ্য করে পাশের গ্ৰামগুলির লোকজনও কলার চাষে মনোনিবেশ করেছেন।