কলিয়াবরে অগপ প্ৰার্থীর পক্ষে মিত্ৰ জোটের জোর প্ৰচার

গুয়াহাটিঃ রাজ্যে লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বিজেপি-অগপ শরিক জোটের নেতা,কর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। প্ৰচারের পালে হাওয়া তুলতে মরিয়া দুই মিত্ৰ জোট। কংগ্ৰেসকে কুপোকাৎ করাই তাদের মোক্ষম লক্ষ্য ও উদ্দেশ্য। কারণ দুই দলেরই অভিন্ন শত্ৰু কংগ্ৰেস।
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গত ২৮ মার্চ কলিয়াবরে সভা করে গেছেন মিত্ৰ দল অগপ প্ৰার্থী মণিমাধব মহন্তের পক্ষে। ওই সমাবেশে শাহ বলেছেন,মহন্তের জয় মানে বিজেপি-র জয়। তাই যেকোনও মূল্যে কংগ্ৰেসকে হারাতেই হবে।
বিজেপি-র তারকা প্ৰচারক মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা রবিবার বটদ্ৰবা এবং আমবাগানে জনসভায় অগপ প্ৰার্থী মণিমাধবকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্ৰতি আহ্বান জানান। তিনি ভোটারদের বুঝিয়ে বলেন,‘আপনারা অগপ প্ৰার্থীকে নিঃসঙ্কোচে ভোট দিন তাহলে বিজেপি তার উন্নয়নমূলক কর্মসূচিগুলি চালিয়ে যেতে সক্ষম হবে এবং সেইসঙ্গে প্ৰশস্ত হবে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে উপর্যুপরি দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসানোর পথ। বটদ্ৰবায় ভোটারদের উদ্দেশে বক্তব্য রেখে শর্মা বর্তমানের নির্বাচনকে কংগ্ৰেসকে হারানোর জন্য বিজেপি-অগপ মিত্ৰ জোটের সামনে সেমি ফাইনালের লড়াই বলে অভিহিত করেন।
‘পঞ্চায়েত নির্বাচনের কোয়ার্টার ফাইনালে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন। এখন সেমিফাইনালে(বর্তমান লোকসভা নির্বাচনে)অগপকে ভোট দিন’-বলেন শর্মা।
এদিন শর্মার সঙ্গে ছিলেন মন্ত্ৰিসভার সদস্য কেশব মহন্ত,বটদ্ৰবার বিধায়ক আঙুরলতা ডেকা এবং ব্যাপক সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে আঙুরলতা কলিয়াবর কেন্দ্ৰে অগপ প্ৰার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্ৰতি আহ্বান জানান। কলিয়াবর কেন্দ্ৰের অধীন দেরগাঁওয়ে আরও এক যৌথ সমাবেশে অগপ সভাপতি অতুল বরা,বিজেপির জাতীয় সম্পাদক তথা অসমের দায়িত্বপ্ৰাপ্ত মহেন্দ্ৰ সিং এবং যোরহাটের বর্তমান সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা অগপ প্ৰার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্ৰতি আহ্বান জানান।
অতুল বরা দেরগাঁওয়ে সাংবাদিকদের বলেন,অগপ ও বিজেপির তৃণমূল স্তরে প্ৰার্থমিক পর্যায়ে কিছুটা মতানৈক্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও এখন তা কেটে গেছে এবং দুটো মিত্ৰ দল হাতে হাত মিলিয়ে লড়ছে কংগ্ৰেসকে হারাতে। ‘তাঁর অনুমান কংগ্ৰেস গোপনে এআইইউডিএফ-এর সঙ্গে সমঝোতা করেছে। এধরনের গোপন বোঝাবুঝির জন্য এআইইউডিএফ কলিয়াবরে প্ৰার্থী দেয়নি,কংগ্ৰেস প্ৰার্থী গৌরব গগৈর জয় সুনিশ্চিত করতে। তবে এসব সত্ত্বেও এই কেন্দ্ৰে অগপ প্ৰার্থী অনায়াসে জয়ী হবেন’-বলেন বরা।
অন্যদিকে,বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়া অগপ প্ৰার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে খুমটাইয়ের চা বাগানগুলি পরিদর্শন করেছেন। উল্লেখ্য,খুমটাই আসলে কলিয়াবর সংসদীয় আসনের এক্তিয়ারভুক্ত।