কলিয়াবরে এগিয়ে গৌরব,শিলচরে পিছিয়ে সুস্মিতা
অসমের কলিয়াবর লোকসভা আসনের ভোট গণনায় বেলা দুটো পর্যন্ত কংগ্ৰেসের গৌরব গগৈ ৩,৬০,০০৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী অগপ-র মণি মাধব মহন্ত ৩,১০,১৪৬ ভোট পেয়েছেন।
অন্যদিকে শিলচর লোকসভা কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী সুস্মিতা দেব বিজেপি প্ৰার্থী রাজদীপ রায়ের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। সুস্মিতা এপর্যন্ত পেয়েছেন ১,১৬,৫৯৪টি ভোট। ১,৬৮,১৪৮ ভোট পড়েছে রাজদীপের ঝুলিতে। নগাঁও কেন্দ্ৰে বিজেপি-র রূপক শর্মা ২,৮৭,২১১টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেসের প্ৰদ্যুৎ বরদলৈ ভোট পেয়েছেন ২,৫৪,৪২১টি।
গুয়াহাটি কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা ও বিজেপির কুইন ওজার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুপুর দুটো পর্যন্ত ববিতা পেয়েছেন ২,৫৮,৭৩৬টি ভোট। ওজা পেয়েছেন ২,৪০,১৮১টি ভোট। তেজপুর কেন্দ্ৰে বিজেপির পল্লব লোচন দাস ২২,৪৪৫টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী এমজিভিকে ভানু এখন পর্যন্ত ভোট পেয়েছেন ১,৩০,০৪৮টি ভোট।