কলিয়াবর কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী গৌরব গগৈ জয়ী হয়েছেন ৭,৭১,৩৮০টি ভোট পেয়ে। তিনি হারিয়েছেন অগপর মণিমাধব মহন্তকে। মহন্ত পেয়েছেন ৫,৬৬,৫৭৭টি ভোট।