কলিয়াবর ও যোরহাটে নির্বাচনী সভা করলেন অমিত

কলিয়াবর ও যোরহাটে নির্বাচনী সভা করলেন অমিত
Published on

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহ আজ রাজ্যের কলিয়াবর ও যোরহাট কেন্দ্ৰে নির্বাচনী সমাবেশে ভাষণ দেন। রাজ্যে আগামি ১১ এপ্ৰিল প্ৰথম দফায় নির্বাচন হচ্ছে তেজপুর,কলিয়াবর,যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুরে।

আজ দুপুরে শরিক দল অসম গণ পরিষদের(অগপ)কলিয়াবর কেন্দ্ৰের প্ৰার্থী মণিমাধব মহন্তের পক্ষে প্ৰচার চালান তিনি। এদিন বিকেলে যোরহাট লোকসভা কেন্দ্ৰে দলীয় প্ৰার্থী তপন গগৈর পক্ষে নির্বাচনী সভায় ভাষণ দেন তিনি। অমিত শাহ তাঁর ভাষণে মোদি সরকারকে আরও একবার ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্ৰতি আবেদন জানান।

এদিকে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আগামি ৩০ মার্চ নির্বাচনী প্ৰচারে রাজ্যে আসছেন। ওইদিন তিনি তেজপুর লোকসভা কেন্দ্ৰের অন্তর্গত গহপুর এবং ডিব্ৰুগড় লোকসভা কেন্দ্ৰের অধীন মরানে নির্বাচনী প্ৰচার চালাবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com