কলিয়াবর কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী গৌরব গগৈ ১,৯০,০৫৭টি ভোট পেয়ে অসম গণ পরিষদ(অগপ)প্ৰার্থী মণিমাধব মহন্তকে পিছনে ফেলে এগইয়ে গেছেন। মণিমাধব দুপুর ১২.২৫ মিনিট পর্যন্ত পেয়েছেন ১,৮৪,৪৮৬টি ভোট।