Begin typing your search above and press return to search.

কলেজ অধ্যক্ষ বাছাইয়ে নতুন নিয়ম নির্ধারণ করলো দিশপুর

কলেজ অধ্যক্ষ বাছাইয়ে নতুন নিয়ম নির্ধারণ করলো দিশপুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Oct 2018 9:30 AM GMT

গুয়াহাটিঃ কোনও শিক্ষক একটি কলেজে তিন বছরের বেশি সময় কাজ করলেও তিনি ওই একই কলেজের অধ্যক্ষ পদের দাবিদার হওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন না। এই নতুন পদ্ধতি খুব শিগগিরই কার্যকর হচ্ছে। দিশপুর এব্যাপারে ২০১০ সালের আসাম কলেজ এমপ্লয়িজ প্ৰোভিনশিয়েলাইজেশন আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ শিক্ষা বিভাগের একজন আধিকারিক দ্য সেন্টিনেলকে বলেছেন,কলেজ অধ্যক্ষ নিয়োগে প্ৰায়ই ভেতরে ভেতরে চলা কারসাজি ও লবি বাজির অবসান ঘটানোই এই নতুন ব্যবস্থা গ্ৰহণের মোক্ষম উদ্দেশ্য। তিনি বলেন,অতীতে অনেক শিক্ষককে অধ্যক্ষ পদ হাসিল করার জন্য কলেজের ভিতরে প্ৰভাবশালী লবি সৃষ্টি করার চেষ্টা করতে দেখা গিয়েছে।

‘এই নতুন নিয়ম চালু হলে কোনও কলেজে তিন বছরের বেশি সময় শিক্ষক পদে কর্মরত কোনও ব্যক্তি ওই একই কলেজের অধ্যক্ষ হতে পারবেন না। তবে ওই একই শিক্ষক সিনিয়রিটি ও যোগ্যতার ভিত্তিতে অন্য কোনও কলেজের অধ্যক্ষ হতে পারবেন বলে কর্মকর্তাটি জানান। তিনি আরও বলেন, এই ব্যবস্থা চালু হলেও কলেজ শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ পদ হাসিল করার জন্য একটা নতুন উদ্যম সৃষ্টি হবে।

Next Story
সংবাদ শিরোনাম