কলেজ ছাত্ৰ হত্যার প্ৰতিবাদে উত্তাল টংলা

কলেজ ছাত্ৰ হত্যার প্ৰতিবাদে উত্তাল টংলা
Published on

টংলাঃ রাজ্যের ওদালগুড়ি জেলার টংলা কলেজের বিএ প্ৰথম সেমিস্টারের ছাত্ৰ মৃশাঙ্ক বসুমতারির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে চারদিকে নিন্দা ও প্ৰতিবাদের ঝড় উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা শেষ হওয়ার পর মৃশাঙ্ক তার এক বন্ধুকে নিয়ে টংলার শহরতলি এলাকায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল। ওই সময় সাত-আটজনের একটি দুষ্কৃতী দল ১৯ বছর বয়সী মৃশাঙ্ককে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলেও মস্তিষ্কে রক্তক্ষণের ফলে মৃশাঙ্কের মৃত্যু হয়।

জেলা প্ৰশাসন এখনও অপরাধীদের পাকড়াও করতে পারেনি। এরই প্ৰতিবাদে আবসুর ওদালগুড়ি শাখা এবং টংলা কলেজ ছাত্ৰ একতা সভা প্ৰতিবাদে সোচ্চার হয়। বৃহস্পতিবার তারা শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি ন্যায় বিচার ও দোষীদের অবিলম্বে গ্ৰেপ্তার করার দাবিতে টংলার রাজপথ কাঁপিয়ে তুলে। আবসু ও কলেজ ছাত্ৰদের প্ৰতিবাদের জেরে মঙ্গলদৈ-ভুটিয়াচাং পথে যান বাহন চলাচলে বিঘ্ন ঘটে। আবসু অপরাধীদের পাকড়াও করার দাবিতে পুলিশকে একটি চরমপত্ৰও দিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com