Begin typing your search above and press return to search.

কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে জাগিরোডে জাতীয় সড়ক অবরোধ কর্মীদের

কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে জাগিরোডে জাতীয় সড়ক অবরোধ কর্মীদের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Sep 2018 12:31 PM GMT

জাগিরোডঃ নগাঁও ও কাছাড় কাগজ কলের অনাহার ও অর্ধাহারে থাকা কর্মীরা কলটি পুনরুজ্জীবিত করার দাবিতে বুধবার জাগিরোডে ৩৭নং জাতীয় সড়ক অবরোধ করেন। এই দুটো কলই হিন্দুস্থান কাগজ নিগমের(এইচপিসি)অধীন। কাগজ কল সুরক্ষা মঞ্চের সহযোগিতায় নগাঁও কাগজ কলের কাগজ নিগম কর্মী ইউনিয়নের(কেএনকেইউ)অধীনে জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্ৰতিবাদকারীরা এদিন ১০টা ১২টা পর্যন্ত দুঘণ্টা জাগিরোড কলের প্ৰবেশ দ্বারে পথ অবরোধ করেন।

প্ৰতিবাদী কর্মীরা রাষ্ট্ৰীয় শিল্প নীতির অধীনে কল দুটি পুনরুজ্জীবিত করার দাবি জানান। কর্মীরা তাদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেতন ও অন্যান্য প্ৰাপ্য মিটিয়ে দেওয়ারও আওয়াজ তোলেন। জাগিরোড আঞ্চলিক ছাত্ৰ সংস্থা,সারা অসম আদিবাসী ছাত্ৰ সংস্থা,কেএমএসএস-এর মরিগাঁও শাখা এবং অসম উন্নতি সভা সহ বিভিন্ন সংগঠন প্ৰতিবাদে শামিল হয়। অবরোধের ফলে জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। মরিগাঁওয়ের এসপি এবং এডিসি অনন্ত গগৈ অবরোধ স্থলে গিয়ে পিকেটারদের অবিলম্বে গ্ৰেপ্তার করার নির্দেশ দেন। এরপরই নিরাপত্তা রক্ষীরা প্ৰায় ২০০ জনকে গ্ৰেপ্তার করে জাগিরোধ পরিদর্শন বাংলোয় নিয়ে যায়। পুলিশের টানা হ্যাঁচড়ায় বেশকজন মহিলা কর্মী আহত হন। পরে অবশ্য পিকেটারদের ছেড়ে দেওয়া হয়।

Next Story