কাছাড়ে বন্যায় ৮ জনের মৃত্যু,নিখোঁজ ২

কাছাড়ে বন্যায় ৮ জনের মৃত্যু,নিখোঁজ ২
Published on

শিলচরঃ কাছাড় জেলায় বন্যা এপর্যন্ত ৮ জনের প্ৰাণ কেড়ে নিয়েছে। নিখোঁজ ২ জনের খোঁজে অভিযান চলছে। এনডিআরএফ,এসডিআরএফ নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরাকের পাঁচ রাজস্ব সার্কলের ১৭১টি গ্ৰাম,শিলচর সদর,উদারবন্দ,কাটিগড়া,লক্ষীপুর ও সোনাইয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যায়। আনুমানিক ১০১৮৫৯ জন ব্যক্তি ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। ৯৬১ হেক্টর কৃষি জমি ডুবে গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com