কাছাড় কাগজ কল ও এনআরসি নিয়ে বৈঠক কাটিগড়ায়

কাছাড় কাগজ কল ও এনআরসি নিয়ে বৈঠক কাটিগড়ায়
Published on

শিলচরঃ কাটিগড়া উন্নয়ন কমিটির(কেডিসি)সদস্যরা পাঁচ গ্ৰামে থাকা কাছাড় কাগজ কল পুনরুজ্জীবিত করার জন্য পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে সরকারের কাছে আর্জি জানিয়েছেন। সম্প্ৰতি এখানে এক বৈঠকে কমিটির সদস্যরা কাছাড় কাগজ কল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাগজ কলের কর্মী ও তাঁদের পরিবারের প্ৰতি উৎকণ্ঠাও প্ৰকাশ করে তাঁরা। কলের কর্মীদের ৩০-৩২ হাজার পরিবারের ভবিষ্যৎ রীতিমতো আনিশ্চয়তার মধ্যে ঝুলছে।

কাটিগড়া উন্নয়ন কমিটির সভাপতি নবেন্দু শেখর নাথ বলেন,এধরনের বহু শিল্প কারখানা বন্ধ হয়ে পড়ায় কর্মীদের অশেষ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে বহু লোকের নাম বাদ পড়ায় তিনি উদ্বেগ প্ৰকাশ করেন। তিনি এই বিষয়টির প্ৰতি সরকারকে তীক্ষ্ণভাবে নজর রাখার আহ্বান জানান,যাতে করে কোনও প্ৰকৃত ভারতীয়র নাম এনআরসি থেকে বাদ না পড়ে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com